ফরিদপুর সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৬৩ জন। এর আগে গত ২৪ ঘন্টায় মা-মেয়ে, বাবা-ছেলে ও মুক্তিযোদ্ধাসহ আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত।

গতকাল রবিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরে নতুন করে যে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে জন ১০ পুরুষ এবং দুই নারী। এদের মধ্যে ফরিদপুর সদরে তিন, বোয়ালমারীতে তিন, আলফাডাঙ্গায় তিন জন চরভদ্রাসনে দুই এবং ভাঙ্গায় এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরের সদরের যে তিন জন আক্রান্ত তারা হলেন,শহতলীর দয়ারামপুরের সাকিব খান (১৬), বাখুন্ডা এনায়েত (৩৫) এবং ঈশান গোপালপুর সুমন কুমার দাস (৩৩)।

তিনি বলেন, এছাড়াও বোয়ালমারীতে তিন এবং আলফাডাঙ্গায় তিন, চরভদ্রাসনে দুই এবং ভাঙ্গায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো বলেন, ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ফরিদপুর জেলার ১২, গোপালগঞ্জে ৮,রাজবাড়ী জেলার একজন এবং মাদারিপুর জেলায় একজনের নমুনার ফলাফল পজিটিভ হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বলেন, ফরিদপুর সদর, ভাঙ্গা, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। শানাক্তদের বাড়িতে রেখে কিংবা শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।

 স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে সর্বশেষ (২৪ মে ২০২০)  তথ্য অনুযায়ী দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৩২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৬১০ জনে। সুস্থ হয়েছে ৪১৫ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৯০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/২৫ মে ২০২০/ডিডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।