মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা;  জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামে পৃথক দুটি অগ্নিকান্ডে ৮ টি বাড়ি পুড়ে ছাই হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০)  রাতে এ অগ্নিকান্ডের ঘচনা ঘটে। রাত সাড়ে ৭ টার দিকে সৈয়দ আলীর গোয়াল ঘরে প্রথমে আগুন লাগে। পরে দ্রুত তার বাড়িসহ পার্শ্ববর্তী ফাতেমা বেগমের বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। সৈয়দ আলীর বাড়ির আগুন নেভানোর পরে একই গ্রামে তার জামাই আব্দুস ছালামের বাড়িতেও আগুন লাগে। এ ঘটনায় ছালামের বাড়িসহ ৬ টি বাড়ি আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত সেখানকার আগুনও নিভিয়ে ফেলে।

অগ্নিকান্ডের ঘটনায় ঘরবাড়ি ও গবাদিপশুসহ ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমন।

ওই রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্হল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবাায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।

আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।