ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালী করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে ভর্তি ফি, সেশন ফি, পরিবহন ফি সহ সকল প্রকার বর্ধিত ফি কমানোর দাবি জানায় তারা।

সোমবার সকাল এগারোটায় বিশ^বিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এই মানববন্ধন করে তারা।

জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফি সহ বিভিন্ন খাতে ফি বৃদ্ধি করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বর্ধিত এই ফি কমানোর জন্য শিক্ষার্থীরা গতবছর থেকে আন্দোলন করে আসলেও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

বর্ধিত ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন
ছবি; আমাদের বাণী

সোমবার সকালে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষা আমার সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার’, শিক্ষাবান্ধব ফি চাই, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ কর’, ‘পরিবহন ফি’র সংস্কার চাই’ এমন নানা শ্লোগান সম্বলিত পোস্টার হাতে মানববন্ধনে অংশগ্রহন করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফি সহ সকল প্রকার ফি পূর্বের তুলনায় কয়েকগুন বৃদ্ধি করা হয়েছে। যা একটি মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য খুবই কষ্টকর। পূর্বের তুলনায় ফি বৃদ্ধি করার সাথে সাথে আরো কয়েকটি খাতও বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন সময় এর প্রতিবাদ করলেও বিষয়টি আমলে নেয়নি প্রশাসন। আমরা চাই ফি সহনীয় মাত্রায় বৃদ্ধি করা হোক।’

পরে বেলা বারোটায় প্রধান ফটক থেকে ডায়না চত্বর পর্যন্ত র‌্যালী করে তারা এবং আগামীকাল সকাল এগারোটায় একই দাবিতে আবারো মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচী ঘোষণা করে আন্দোলন স্থগিত করা হয়।

এ বিষয়ে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী বলেন, ‘এটি একটি মীমাংসিত বিষয়। এ নিয়ে এখন আর করণীয় কিছু নাই। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের এখানে ফি অনেক কম। শিক্ষার্থীদের হয়তো কেই ভুল বোঝাচ্ছে। আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে।’’

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।