নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  গতকাল বুধবার (০ ৮ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনেের সর্বশেষ তথ্য অনুয়ায়ী,  প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে  ৫৪  জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ২১৮  জনে। নতুন করে আরও ৩  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২০ জনে। মোট ২১৮ জন আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন আর মারা গেছেন ২০ জন সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৬৫ জন।

দেশের এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের এই  মহামারি মোকাবিলায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। বাংলাদেশে ভেন্টিলেটর স্বল্পতা রয়েছে উল্লেখ করে নিজেদের উদ্বেগের কথা জানায় সংস্থাটি।

বাংলাদেশে ১ হাজার ৭৬৯টি ভেন্টিলেটর রয়েছে। অর্থাৎ প্রতি ৯৩ হাজার ২৭৩ মানুষের জন্য ভেন্টিলেটর আছে গড়ে মাত্র একটি।

এতেই উদ্বেগ সেভ দ্য চিলড্রেনের। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ভেন্টিলেটরের সুবিধা রাজধানীসহ কয়েকটি প্রধান শহরে রয়েছে। ফলে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এগুলোর সুবিধা পৌঁছানো কঠিন হয়ে পড়বে।

ভেন্টিলেটরের স্বলপতার পাশপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. শামীম জাহান জানান, করোনাভাইরাসের বিস্তার ঘটলে বাংলাদেশের পক্ষে তা ঠেকানো কঠিন হয়ে পড়বে।

দেশে করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন। আক্রান্তের সংখ্যা ২১৮, সুস্থ হয়েছেন মাত্র ৩৩ জন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে করোনা শনাক্ত এলাকায় লকডাউন করে দেওয়া হচ্ছে। করোনা মোকাবিলায় সরকারের নির্দেশে বিভিন্ন স্থানে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।