ঠাকুরগাঁও জেলার  বালিয়াডাঙ্গী উপজেলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। ১৮ জুলাই বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে  উপজেলা পরিষদ  কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা  পরিষদ অডিটরিয়াম হলে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠান  পরে ৩ দিন ব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করেন সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখা, ঠাকুরগাঁও -২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম, পরে মৎস্য মেলা উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
 বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম  হলে আলোচনা সভায় ভারপ্রাপ্ত বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,এর সভাপতিত্বে বক্তব্য দেন  প্রধান অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি,  বিশেষ অতিথি  বালিয়াডাঙ্গী  উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলী আসলাম জুয়েল ,  বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব  মোহাম্মদ আলী , বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, বিশেষ অতিথি বলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন,  বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক জুলফিকার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন  , বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু,  উপজেলার ৮ টি ইউপি চেয়ারম্যান ,মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২ টায় সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।