অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা;  করোনার প্রাদুর্ভাবের বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিন ঘুম থেকে উঠে এক মুঠো ভাতের জন্য যারা বাড়ীতে বাড়ীতে গিয়ে ভিক্ষা করে জীবন যাপন করে এবং দিন আনে দিন খায়। তারা করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি নিয়ে বাহিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো ভিক্ষা করতে। ঠিক সেই মুহুর্তে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয় ভিক্ষুকদের বাড়ীতে।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) সকাল ৬ টায় বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শালমারা, শালকীসহ বিভিন্ন ইউনিয়নের ভিক্ষুকদের বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন।

বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যেগে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকা ভুক্ত ২১২ জন ভিক্ষুকদের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও আধা লিটার সয়াবিন তৈল বাড়ীতে বাড়ীতে গিয়ে পৌছেদেন।

এসময় উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ্, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ ইসলাম, খাদ্যে নিয়ন্ত্রক মোঃ জাহিদুল ইসলাম মামুন ও আমার বাড়ী আমার খামার ব্যবস্থাপক বিধান কুমার দাস উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।