অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী) সংবাদদাতা; জেলার  বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ২ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শুক্রবার (০৮ মে ২০২০)  দুপুরে বালিয়াকান্দির নারুয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ বাজার অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ বাজার অভিযান পরিচালনাকালে মূল্যে তালিকা প্রদর্শন না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৮ ধারায় মতিয়ার ষ্টোরকে ১ হাজার টাকা এবং মাসুদ ষ্টোরকে ৩৭ এবং ৪৫ দুটি ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানকালে বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে সকল পণ্যের দাম অতিরিক্ত দামে যাতে বিক্রি না করে এবং ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বেচা-কেনা করার পরামর্শ প্রদান করে।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও বালিয়াকান্দি থানা পুলিশ ভ্রাম্যমান বাজার অভিযানে সহযোগিতা করেন।

আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।