মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা;  জেলার বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে উজির উদ্দিন(৫০)   নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৬ মে ২০২০) সকালে উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের মৃত জাফর আলীর ছেলে উজির উদ্দিন জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।  পরে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার কম বেশি সব জায়গায় ১৬ মে শনিবার খুব ভোরবেলা থেকেই থেমে থেমে প্রচুর বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল, অন্ধকারাচ্ছন্ন কিছুই দেখা যাচ্ছিল না কয়েক সেকেন্ড পরপর আকাশের কর্কট গর্জন শোনা যাচ্ছিল এমন পরিস্থিতিতে দ্বিতীয় ধাপে বৃষ্টিপাত কম হবার পর যদিও আকাশে বিদ্যুতের ঝলকানি ছিলই এমতাবস্থায় কৃষক উজির উদ্দিন তার জমিতে কাজ করতে যান একাই,বাড়ির কেউ জানত না যে তিনি এই ভয়ংকর মুহূর্তে জমিতে কাজ করতে গেছেন, জমিতে কাজ করার সময় হঠাৎ তার ওপর বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে মৃত উজির উদ্দিন এর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে সমস্ত গ্রাম যেন শোকে নিস্তব্ধ হয় ।
বালিয়াডাঙ্গী  উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর এর কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, যখন আকাশে অন্ধকার কালো মেঘ এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে তখন জমিতে কিংবা ফাঁকা মাঠে কিংবা গাছের নিচে অবস্থান করা যাবে না কারণ এসব জায়গায় বজ্রপাত হবার সম্ভাবনা বেশি থাকে তাই তিনি সকলকে এসব বিষয়ে সচেতনতা অবলম্বন করতে বলেন।
আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।