বিশ্ববাসী গৃহবন্দী

চিত্তরঞ্জন  সাহা চিতু
সারা বিশ্বের মানুষেরা আজ
বন্দী এখন ঘরে,
ঘাতক ব্যাধি করোনাতে
হাজার মানুষ মরে।
বন্দী জীবন হাজত খাটা
অলসতায় ঘরে হাটায়
তাই কি জীবন যায়
খাঁচার ভেতর বন্দী দশায়
কষ্ট কেবল পাই।
মানুষ জনের হয়না দেখা
কাজ কর্ম শেষ,
এমন ভাবে বিশ্ব চলে
চলে আ্মার দেশ।
সমাজতন্ত্রের নামে ওরা
করোনাকে ছাড়ে,
বিশ্ব এখন মৃত্যু খেলায়
ওদের কাছে হারে।
ওরা দেখি হাতের মুঠোয়
মৃত্যু খেলায় মাতে,
ওদের বিচার করতে হবে
নেইতো ওদের সাথে।
কবিতা, চিত্তরঞ্জন  সাহা চিতু, বড় বাজার, চুয়াডাঙ্গা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।