বিশ্বসেরার তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন-এর প্রকাশিত র‍্যাংকিংয়ে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়টির নাম। ৯২টি দেশে জরিপ চালিয়ে এই র‍্যাংকিং তৈরি করা হয়েছে।

এতে প্রতিবেশী দেশ ভারতের ৩৬টি প্রতিষ্ঠানের নাম এলেও বাংলাদেশের নাম ধরে রাখা একমাত্র প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এক হাজার ৪০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি-র অব্স্থান এক হাজারের পর।

তালিকায় প্রথমেই রয়েছে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম। এরপর রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ও যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির নাম।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।