বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ বুয়েটে ভর্তির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। একই বছর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজেও তিনি মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন।

গত ১০ দিন আগে কুষ্টিয়ার বাড়িতে গিয়েছিলেন। মেধাবী আবরার ২০১৫ সালে কুষ্টিয়া জিলা স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও পরবর্তীতে এইচএসসি পাস করার পর তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি ওই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হিসাবে বুয়েটে অধ্যয়নরত এবং শেরে বাংলা হলের ২০১১ নম্বর করে আবাসিক ছাত্র ছিলেন।

৬ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ৮ টারদিকে তার ২০১১ নম্বর কক্ষ থেকে ছাত্রলীগ নামধারী বুয়েটের কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায় এবং এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে সম্ভবনাময় মেধাবী ছেলেকে হারিয়ে মা রোকেয়া খাতুন ও পিতা বরকতুল্লাহ পাগলপ্রায়। ছোটভাই ফাইয়াজও যেন বাকরুদ্ধ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।