পটুয়াখালীর গলাচিপায় বিদ্যালয়ের বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় ইদিতা জাহান আদুরী নামে অষ্টম শ্রেণির এতিম এক ছাত্রীকে স্কুল থেকে বের করে দিয়েছেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার উদায়ন মাধ্যমিক বিদ্যালয়ে।

ওই ছাত্রীর পরিবার সূত্র জানায়, গলাচিপা পৌর এলাকার উদায়ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এতিম ছাত্রী ইদিতা জাহান আদুরীর শনিবার অর্ধবার্ষিক পরীক্ষা ছিল। বিদ্যালয়ে ৮০০ টাকা বকেয়া ছিল তার।

আদুরীর মা ফিরোজা বেগম জানান, শনিবার সকালে পরীক্ষা শুরুর আগে তাকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্যারের কছে গিয়ে ৩০০ টাকা নিয়ে পরীক্ষা দেয়ার অনুমতির জন্য অনুরোধ করি। মিজানুর রহমান অনুমতি না দিয়ে টেবিল থেকে টাকা ছুড়ে মারেন এবং রুম থেকে বের করে দেন। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা অপেক্ষা করার পরও অনুমতি না পেয়ে মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরি।

প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, কোনো ছাত্রীকে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়নি। আজ ছিল পরীক্ষার প্রথম দিন। হয়তো পরে আসতে বলা হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি মো. কালাম শরিফ জানান, এ ধরনের কোনো ঘটনা তিনি জানেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।