বরগুনা সংবাদদাতা; জেলায় বয়স্ক ভাতার টাকা দুই সন্তানকে না দেয়ায় মায়ের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে। এমনকি টাকা না দেয়া পর্যন্ত তাকে ঘরে তুলবে না বলে সাফ জানিয়ে দেন সন্তানরা। পরে সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ রাস্তায় থাকা মাকে ঘরে তোলেন ছোট ছেলে।

  • গতকাল শনিবার (১৩ জুন ২০২০) বিকেলে বরগুড়া শহরের কলেজ রোড এলাকায় বয়স্ক ভাতা ও জমানো দেড় লাখ টাকা দুই সন্তানকে না দেয়ায় ঘর থেকে বের করে দিয়েছেন বৃদ্ধ মা লাবণ্য রানীকে।

স্থানীয়রা জানান, এক মাস করে দুই সন্তানের ঘরে বসবাস করেন বৃদ্ধ মা। তার জমানো টাকা নেয়ার জন্য প্রায়ই নির্যাতন চালান ছেলে উত্তম ও গৌতম। সর্বশেষ বড় সন্তানের বাসায় এক মাস পূর্ণ হলে ছোট ছেলের বাসায় গেলে টাকা না দিলে ঘরে তুলবেন না বলে সাফ জানিয়ে দেয়া হয়। ফলে রাস্তায় আশ্রয় নেন ওই বৃদ্ধ মা।

  • এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের চাপের মুখে ছোট ছেলে গৌতম ঘরে তোলেন তার মাকে। তার দাবি, বড় ভাই তার মায়ের কাছ থেকে টাকা নেয়ার জন্য নির্যাতন চালান।

অন্যদিকে বৃদ্ধ মাকে নির্যাতন ও ঘর থেকে বের করে দেয়ায় দুই সন্তানের কঠোর বিচার দাবি করছেন সচেতন মহল।

আমাদের বাণী ডট কম/১৪ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।