ডেস্ক রিপোর্ট, ঢাকা;  ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে রেকর্ড ৪০ হাজার ২৪৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সোমবার সর্বশেষ করোনাভাইরাসে মোট আক্রান্ত এক কোটি ৪৬ লাখ ৪৬ হাজার ৮৯৪ জনের। বিশ্বে মোট মৃত্যু ৬ লাখ ৮ হাজার ৯৮৭ জনের। আর সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৩৭ হাজার ৮৫১ জন।

এদিকে, যুক্তরাষ্ট্রে একদিনে ৬৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। দেশটিতে মোট শনাক্ত প্রায় ৩৯ লাখ। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৪৩ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৯২ জন।

শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্তের সংখ্যা সাড়ে ২০ লাখের বেশি। দেশটিতে মোট মৃত্যু ৭৯ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ১৩ লাখের বেশি মানুষ।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে হেলথ বুলেটিনে্র সর্বশেষ (২০  জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন মারা গেছেন এ ভাইরাসে আক্রান্ত হয়ে। ফলে ভাইরাসটিতে মোট দুই হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯ শত ২৮ জন। ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ সাত হাজার ৪৫৩ জনে।

আমাদের বাণী ডট কম/২০ জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।