ডেস্ক রিপোর্ট, ঢাকা; নতুন দল নিয়ে রাজনীতিতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিসি) নুরুল হক নুর। তার দলের সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে ‘নাগরিক অধিকার পরিষদ’। এছাড়া ‘গণতান্ত্রিক অধিকার পরিষদ’ নামটিও বিবেচনায় আছে। দলের শ্লোগান ঠিক করা হয়েছে, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

  • এদিকে এরই মধ্যে নতুন এই দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের খসড়াও তৈরি হয়েছে। ঠিক করা হয়েছে সাংগঠনিক কাঠামোও।

এই প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, করোনাভাইরাসের কারণে ঠিক এখনই দলের ঘোষণা দেব না, তবে গোছানোর কাজ চলছে। কোনো একটা নির্দিষ্ট আদর্শে আমরা আটকে থাকতে চাই না।

  • এদিকে দলের নামের বিষয়ে নুর বলেন, প্রাথমিকভাবে দুটো নাম ঠিক করা আছে। নামের মধ্যে ‘অধিকার’ শব্দটি রাখতে চাই। কারণ জনগনের অধিকার নিয়েই আমাদের সব ভাবনা। দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে উইংগুলো গুছিয়ে নিচ্ছি। শিক্ষার্থীদের আলাদা শাখা থাকবে, যুব শাখা থাকবে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হবে আলাদা শাখা।

নুর আরও বলেন, একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করেছি- আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। সেটা যদি আজ থেকে ১ সপ্তাহ পরে হয় তাহলেও। তবে কারো সঙ্গে জোট করে আমরা নির্বাচন করতে চাই না। নিজেদের যতটুকু শক্তি আছে, সেটুকু দিয়েই মানুষের কাছে যেতে চাই।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।