চাঁদপুরের মতলব উত্তরের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল হাকিম মিয়াজী বলেছেন, আমরা চাই সমাজের একটি মানুষও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আসন্ন ঈদে সমাজের সর্বস্তরের মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠুুক। তাই যার যার সামর্থ্য অনুযায়ী আশপাশের অসহায়-গরীব দুঃখীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

দুঃস্থ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ১ হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। শুক্রবার (৩১ মে) সকালে কলাকান্দা আইডিয়েল ট্রাস্ট একাডেমির মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী হাজী কাউসারুল আবেদীন লিটনের সভাপতিত্বতে ও দুঃস্থ সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এমএ হালিম সরকার তুহিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন- মো. রউস উদ্দিন, ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব বেনজির আহম্মেদ মুন্সি, দুঃস্থ সমাজ কল্যাণ সংঘের সভাপতি একেএম রিয়াজ উদ্দিন শাহিন, কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।