মাদারীপুর সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ৭০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বাধিক সদর উপজেলায় ৩৯ জন, কালকিনিতে ৮ জন, রাজৈরের ১৫ জন এবং শিবচর উপজেলায় ৮ জন।

  • এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৩ জনে। ২৪ ঘণ্টায় কোনো রোগী সুস্থ হয়নি এবং কোনো নমুনা প্রেরণ করা হয়নি। জেলায় মোট সুস্থ হয়েছেন ১১৯ জন। নতুন আক্রান্তসহ ২৯৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৮জন। গত ৯ জুনের প্রেরিত নমুনার মধ্য থেকে এক সপ্তাহ পরে মঙ্গলবার প্রথম দফায় ৭৫ জনের ফলাফল এসেছে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৩ জনের পজিটিভ আসে। সন্ধ্যায় দ্বিতীয় দফায় আরও ১২০ জনের ফলাফল আসে। এতে আরও ৪৭ জনের পজিটিভ রিপোর্ট আসে।

গত ২৪ ঘণ্টায় প্রাপ্ত ফলাফলে নতুন ৭০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৬  জুন ২০২০) তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ৮৬২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।