আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার মিরসরাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ঘর সহ ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল ১২ মে (মঙ্গলবার)  রাতে পর মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম জোয়ার গ্রামের অলি আহম্মদ ভূইয়া বাড়ি বর্তমানে এনায়েত হোসেন নয়ন চেয়ারম্যান বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পরবর্তীতে বসতঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটলে আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলো করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, এমরান হোসেন, আমিনুল হক সজীব ও মোজাম্মেল হক।

স্থানীয় বাসিন্দা ও মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা মেয়র নিজাম উদ্দীন ভিপি, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্যরা।

আমাদের বাণী ডট/১৩  মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।