নিজস্ব সংবাদদাতা, যশোর ;  মুজিববর্ষে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শূন্যপদ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এ সময় তিনি মুজিববর্ষের শুরুর দিন ১৭ মার্চ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে একশোটি করে গাছ রোপণের নির্দেশ দেন।

গতকাল সোমবার (০৯ মার্চ ২০২০) সন্ধ্যায় যশোর সার্কিট হাউসে যশোর জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (স্কুল ও কলেজ) এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, আমরা একটা নতুন আইন করছি। যে আইনে আমরা পর্যাপ্ত বিধান রাখছি। যাতে করে কোচিং কিম্বা নোট বই, গাইড বইয়ের ব্যবহার বন্ধ হয়।

যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে সভায় অন্যর মধ্য উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোল্লা আমির হোসেন, খুলনার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।

আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/ডিসি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।