নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ; জেলায় নতুন করে পুলিশ ইন্সপেক্টর, স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুতের কর্মীসহ আরও ৩১ জনের করোনায় শনাক্ত হয়েছে। এই নিয়ে মুন্সীগঞ্জ জেলায় করোনা শনাক্ত ১৯৭ জনে পৌছলো। মৃত্যু হয়েছে সাতজনের।

নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১৫, সিরাজদিখান উপজেলায় ১৫ এবং শ্রীনগর উপজেলায় ১ জন রয়েছেন।

আজ মঙ্গলবার (০৫ মে ২০২০) জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন জানান, এছাড়া আইইডিসিআরে থাকা ২৮ এপ্রিলের বাকি রিপোর্ট এখনো আসেনি। এদিকে সোমবার পর্যন্ত সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য অনুযায়ী ১৬৬ জনের করোনা শনাক্ত হয়। অপরদিকে গত সোমবার আরো ১০৩টি সংগ্রহ করা নমুনা মঙ্গলবার ঢাকার নিপসম এ পাঠানো হয়েছে।

 স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৫ মে ২০২০) তথ্য অনুযায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মারা গেছেন ১৮৩ জন।

আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।