নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ; জেলার সোনালী ব্যাংকের পাঁচজন ব্যাংক কর্মকর্তার দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার (১৬ মে ২০২০)  এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। একই দিনে আরো ছয়জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ৩৬৫ জনের করোনা শনাক্ত হলো।

 সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, নতুন শনাক্ত ১১ জনের মধ্যে গজারিয়া উপজেলার সোনালী ব্যাংকের গজারিয়া শাখার পাঁচজন কর্মকর্তা রয়েছেন। এছাড়া মুন্সীগঞ্জ সদরে তিনজন, সিরাজদিখানে দু’জন ও টংগীবাড়িতে একজন।

এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন সদরের ১৩ ও লৌহজংয়ে দু’জন। এই নিয়ে জেলায় ৫২ জন সুস্থ হলেন। সিভিল সার্জন অফিসের হিসাবে মৃতের সংখ্যা ১৩।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আট হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২ জন।  গতকাল সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৪২ জন।

আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।