সিরাজগঞ্জ সংবাদদাতা; যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় জেলার চৌহালী উপজেলার উত্তর খাষকাউলিয়া ও কাঠালিয়া চর এলাকা থেকে জা শুক্রবার (২৯ মে ২০২০)  দুপুরের দিকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

এদের মধ্যে একজন বেলকুচি উপজেলার পারসগুনা গ্রামের দিনমুজুর সাইদুল ইসলাম (৬০) ও অপরজন অজ্ঞাত (৪০)। এ নিয়ে গত ৪ দিনে মোট ১২টি লাশ উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, শুক্রবার দুপুরের দিকে এলাকাবাসির সহায়তায় থানা ও নৌ পুলিশের একটি দল যমুনা নদী থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় শনাক্ত করা যায়নি। এই দুজনসহ এ পর্যন্ত মোট ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, ২৬ মে এনায়েতপুর নৌকাঘাট থেকে ইব্রাহিম মাঝির যাত্রীবোঁঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালীর উদ্যেশে রওনা হয়। কিছুদূর যাবার পর স্থল চর এলাকায় যমুনায় প্রবল স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলে বৃদ্ধ ও শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে একে একে আরো নয়টি লাশ ভেসে ওঠে। সব মিলে ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

আমাদের বাণী ডট কম/২৯  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।