নওগাঁ শহরের যানযট নিরসনে ছোট যমুনা নদীতে নৌরুট চালু হয়েছে। রুটে নিয়মিত যাত্রীবাহী নৌযান চলছে। নওগাঁ শহরের যানযট নিরসন, সহজ যাতায়াত ব্যবস্থা ও নদী ব্যবহার করে জীবীকায়নের উদ্দেশ্যে এইনৌরুট চালু করা হয়েছে । জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের বিশেষ উদ্যোগে এই নৌকাগুলো আনা হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক উদ্ভাবন টিম এর সহযোগীতায় বৃহষ্পতিবার বিকেল ৫টায় শহরের কেডির মোড় এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ছিলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। ফিতা কেটে নৌরুটের উদ্বোধন করেন  ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন(এমপি নওগাঁ-৫ )।

জেলা প্রশাসক মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফজলে রাব্বী, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি  পেশার মানুষ অংশ নেন। উদ্বোধন শেষে নৌযানের টিকেটের মূল্য ১০ থেকে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।