রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি বন্ধের দাবীতে এবং বাসা বাড়িতে গ্যাস ও পানি সংকটে সাধারন মানুষের নাভিশ্বাসের প্রতিবাদে রাজধানীতে পথসভা ও গণসংযোগ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ লালবাগ শাখা।

রবিবার বিকাল ৫ টায় আজিমপুর সুপার মার্কেটের সামনে এই পথ সভা ও গন সংযোগ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য ও বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর শাখার সমন্বয়ক খালেকুজ্জামান লিপন, থানা শাখার নেতা রোখশানা আফরোজ আশা, মুক্তা বাড়ৈ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তাগন বলেন, একদিকে বাজারের উর্ধ্বগতিতে শাক-শবজি, বিভিন্ন ফল, মাছ-মাংস সহ নিত্য পন্যে সাধারন মানুষের নাগালের বাইরে।অন্যদিকে দুধে শীসা, ফলে কার্বাইড ও দুষিত পানিতে মানুষের জীবনে নাভিশ্বাস। এ সবের ফলে মানুষের অসুখ বাড়ছে, দেশে ফার্মেসী বাড়ছে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বাড়ছে, এটা কোন সুস্থ সমাজের লক্ষন না।

বক্তাগন দেশবাসিকে এই অবৈধ গণবিরোধী ফ্যাসিবাদি সরকারকে উচ্ছেদ করে জনগণের পক্ষের সুস্থ ও সাম্যে সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।