রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে সেনাবহিনীর একটি  টহল দলের উপর অতর্কিত হামলা চালিয়েছে একদল সশস্ত্র  সন্ত্রাসী। এতে সেনাবাহিনীর এক সদস্য  গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং অপর এক সদস্য গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।নিহত সেনা সদস্যের নাম মোহাম্মদ নাসিম(২০)।রবিবার সকাল দশ টার সময়  উপজেলার গাইন্দা ইউনিয়নের দূর্গম পয়তু পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সুত্র জানায়, সকাল ১০টার দিকে ওই এলাকায় সেনা বাহিনীর একটি টহল দলের যাত্রাপথের পাশের জঙ্গলে  আগে থেকে সেখানে অবস্থান নিয়ে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্য দের উপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকলে  এতে দুই সেনাসদস্য গুলিবিদ্ধ হয়।পরে সেনাবাহিনীর লড়াকু ভূমিকায় সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হলে আহত সেনা সদস্যদের  উদ্ধার করে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল(সিএমএইচ) নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক নাসিম মারা যান।
এইদিকে ঘটনার খবর পেয়ে বিকাল সাড়ে তিন টা নাগাদ  সেনাবাহিনীর আরেকটি দল  ঘটনাস্হলে পৌঁছে তল্লাশী চালানোর সময় মাটিতে পুঁতে রাখা স্হল মাইন বিষ্ফোরণের শিকার হন।এতে ক্যাপ্টেন মেহিদী ও সৈনিক মহসিন মারাত্মকভাবে আহত হয়।
সেনাবাহিনী, পুলিশ ও স্হানীয় সুত্র বিষয়টি নিশ্চিত করেন।

এই বিষয়ে রাজস্থলী থানার ওসি তদন্ত সৈয়দ ওমর জানান, ঘটনাটি দূর্গম এলাকায় সংঘটিত হওয়ায় ঘটনাস্থলে এখনো পুলিশ পৌঁছাতে পারেনি।তবে ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্হলের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছে।এই ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান,বিষয়টি বেশ স্পর্শকাতর হওয়ায় এই বিষয়ে তদন্ত না করে কোন ধরণের মন্তব্য করা সম্ভব নয়।

একই দিনে পর পর দুটি ঘটনায় ১ জন সেনাসদস্য নিহত ও ৩ জন আহত হবার নজিরবিহীন সন্ত্রাসী কর্মকান্ডের পর কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজস্থলী।রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবীরের (পিপিএম -সেবা) নির্দেশক্রমে জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।পাশাপাশি পরিচালনা করা হচ্ছে বিশেষ অভিযান।এতে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার ( কাপ্তাই সার্কেল) জুনায়েত কাউছার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।