রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাধবপুর এলাকায় মেশের আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে দরজা ভেঙে ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। জানা গেছে চিকিৎসার টাকা না থাকায় রোগের যন্ত্রণা থেকে বাঁচতেই তিনি আত্মহত্যা করেছেন।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন মেশের আলী। পরিবারের লোকজন জানিয়েছে আর্থিক অনটনের কারণে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। অভাবে কারণে পারিবারিক অশান্তিও ছিল।

এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে নিজ শোবার ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। টের পেয়ে শনিবার সকাল ৮টার দিকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহ থানায় নেয়।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।