রাজশাহী সংবাদদাতা;  রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০) সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, মহানগরীতে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যানবাহনে কেউই শারীরিক দূরত্ব বজায় রাখছেন না। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে যানবাহন চলাচল কিছুটা সীমিত করা হচ্ছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশারিকশা, রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্দেশনা ভেঙে এ সময়ে সড়কে কেউ যানবাহন নামালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ১ জুন থেকে সরকারিভাবে লকডাউন তুলে নেওয়া হয়। এরপর থেকে রাজশাহী মহানগরসহ আশপাশের উপজেলায় স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর প্রধান সড়কসমূহে অন্য সময়ের মতোই যানজট সৃষ্টি হচ্ছে।

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।