নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (Rapid Action Battalion) বা র‌্যাব (RAB) এর নতুন মহাপরিচালক হচ্ছেন ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)  প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, সিআইডির বর্তমান প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র‌্যাবের মহাপরিচালক করতে আলাদা সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্ব দিয়ে আসা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর।

সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।