ঠাকুরগাঁও জেলায় শিয়ালের হাত থেকে মুরগিকে বাঁচাতে গিয়ে ইশাহক আলী (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ৭ জুলাই রোববার সকালে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ইশাহক আলী ওই গ্রামের খুরশেদ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, ঐ গ্রামের ফেরেজা বেগমের মুরগিকে রোববার সকালে তাড়া করে একটি শিয়াল। ফেরেজা ইশাহক আলীকে ডেকে মুরগি উদ্ধারের কথা বললে ইশাহক শিয়ালের পেছনে দৌঁড় দেন। এ সময় শিয়াল ইশাহকের শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও কামড়ে ধরা বাঁ হাত ছাড়েনি শিয়ালটি। পরে তারা শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে। স্থানীয়রা ইশাহক আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাপাতালে ভর্তি করেছেন।

ঐগ্রামের জহিরুল ইসলাম বলেন, বর্ষা না নামার কারণে শিয়াল দিনের বেলায় অনেকের ছাগল, মুরগি নষ্ট করছে। আশা করি বর্ষা শুরু হলে শিয়াল বনে প্রবেশ করবে। ফলে সাধারণ মানুষের ক্ষতি কমে যাবে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. প্রভাস কুমার বলেন, শিয়ালের কামড়ে আহত ইশাহক আলীর অবস্থা অনেকটা ভালো। নিয়মিত ভ্যাকসিন দিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।