নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা। তবে দুইজনের বেশি শিক্ষার্থীর ফরম পূরণে করতে বোর্ডে ব্যাখ্যা দাখিল করে বোর্ডের অনুমতি নিতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ ২০২০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী সেবার মাধ্যমে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৮ মার্চ থেকে ২২ মার্চ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৩ মার্চ। এসময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না বলেও নোটিশে জানিয়েছে ঢাকা বোর্ড। ফরম পূরণের বাণিজ্য রোধে শেষ সুযোগে দুজনের বেশি শিক্ষার্থীর ফরম পূরণে করতে বোর্ডে ব্যাখ্যা দাখিল করে বোর্ডের অনুমতি নিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তীতে

আমাদের বাণী ডট কম/১৩ মার্চ ২০২০/সিই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।