ঝিনাইদহের শৈলকুপায় মাদকাসক্ত স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে শারমিন নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার হাবিবপুর গ্রামে। নির্যাতনের সময় শারমিনের আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। মাদকাসক্ত স্বামী টুটুলের অমানুষিক নির্যাতনের শিকার গৃহবধূ শারমিন ঝিনাইদহ সদর হাসপাতালের বেডে জীবন মরণ সন্ধিক্ষণে কাতরাচ্ছেন। আহত শারমিন শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

এঘটনায় আহত শারমিন জানান, পারিবারিকভাবে প্রায় ১৫ বছর পূর্বে টুটুলের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর থেকে দাম্পত্য জীবনে ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে ভালই কাটছিল। কিন্তু দুই বছর যাবৎ স্বামী টুটুল মাদকাসক্ত হয়ে পড়ে। তারপর থেকে শুরু হয় শারিরীক ও মানুষিক নির্যাতন।

তিনি আরও বলেন, শ্বাশুড়ি তহিরণ যৌতুকের জন্য তার ছেলে টুটুলকে দিয়ে বিভিন্নভাবে আমাকে মানুষিক চাপে রাখে এবং শারিরীক নির্যাতন করে আসছিল। এই কারণেই শনিবার রাতে স্বামী টুটুল হোসেন ও তার মা তহিরণের সহযোগীতায় অতর্কিতভাবে আমাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

এব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ শারমিন তার জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।