নিজস্ব সংবাদদাতা, ধামরাই (ঢাকা); রাজধানীর অদুরে ধামরাইয়ে গাছের চাপায় ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

গতকাল সোমবার (০৯ মার্চ ২০২০) দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের চৌরাস্তা-মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বাইচাইল গ্রামের কুলসুম বেগম ও তার স্বামী নুরুমিয়া, তেলি গ্রামের মাজেদা বেগম ও আয়শা বেগম ও কামার পাড়ার সামছুল হক। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ধামরাইয়ে বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীভাতা সংগ্রহ করতে হ্যালোবাইকে করে যাচ্ছিলেন তারা। এসময় হ্যালোবাইকের ওপর গাছ পড়লে তারা নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, কোন নিরাপত্তা বেষ্টনী বা ব্যবস্থা না করেই দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আঞ্চলিক মহাসড়কের দু’পাশের গাছ কেটে আসছিল ঠিকাদারের লোকজন। সোমবারও গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঠিকাদারসহ গাছ কাটা শ্রমিকরা পালিয়ে যায়।

পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, , ‘ঠিকাদার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক, ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। সামিউলক বলেন, ‘তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/টিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।