সতর্ক বার্তা
ফয়সাল সরকার

এই যে শুনছেন?
আপনারা কি ঈদযাত্রী?
হে কেন তবে?
যাচ্ছেনতো বাড়ি?
তাহলে পড়ে নিন,
কি পড়বো?
এই যে আমি করলাম এবার,
সতর্ক বার্তা জারি।

যদি হোন বাসের যাত্রী,
হোক দিন কিংবা রাত্রি,
সদা খোলা রাখুন চোঁখ,কান,
অচেনা হতে করবেন না কিছু পান।
করবে বেহুশ নিয়ে যাবে সব,
করে দিবে নিঃস আছে সহস্র প্রমাণ।

যদি হোন ট্রেনের যাত্রী,
হোক দিন কিংবা রাত্রি,
কমলাপুর, এয়ারপোর্ট, টঙ্গী,
ঘুরছে শত শত দালাল, চোর,
আছে তার দল আরো কত সঙ্গী।
যদি বসেন জানলার পাশে,
কভু বাহিরে হাত,ফোন রাখেন যদি,
মুহুর্তেই হতে পারেন তা হারানোর শিকার।

যদি হোন লঞ্চের যাত্রী,
হোক দিন কিংবা রাত্রি,
সজাগ দৃষ্টি রাখুন সদা,
না হয় নিয়ে যাবে সব
সদরঘাটের চোর আর ডাকাতের দল।

ঈদযাত্রা হোক শুভ সবার,
কেউ না হোক আর হয়রানির শিকার,
স্বস্তিতে ফিরুক ঘরে সব প্রাণ,
সতর্ক থাকুন সদা করি এ আহবান।

 

আমাদের বাণী / আ-আ-মা 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।