সতের মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন

জাহাঙ্গীর বাবু

নেতা এসেছিলে উনিশশো বিশ সালের
সতের মার্চ এই ধরণীর বুকে
এই বঙ্গের মানুষ জানতো নাতো
শতাব্দীর লৌহ মানব হবে বঙ্গ তটে।

টুঙ্গী পাড়ার দামাল ছেলে
নেতৃত্ব ছিলো রক্তের শিরা উপশিরায়
লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে গেলো
সাত মার্চের সেই ভাষন আর তর্জনীর ইশারায়।

হ্যামিলনের বাঁশির সুরের চেয়ে
মন্ত্র মুগ্ধতার সেই স্বাধীনতার অমর কবিতা,
এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম বলেছিলো আমাদের মুক্তির বাঁশিওয়ালা।

হুকুম দিবার যদি না ও পারি, যার যা কিছু
আছে তা নিয়া শত্রুর মোকাবিলা করবা,
আর কি চাই চাই যুদ্ধে যেতে
মুক্তি নিয়েই সোনার ছেলেরা ঘরে ফিরেছে।

স্বাধীন দেশ,স্বাধীন মানচিত্র
স্বাধীন লাল সবুজের পতাকা
উড়ছে বাংলার বুকে,
শত্রুরা আজো মিত্র সেজে ষড়যন্ত্র করে।

সতের মার্চ মহান নেতা বঙ্গ বন্ধুর শুভ জন্মদিন,
পনের আগষ্ট কেড়ে নিলো স্বপরিবারে
ঘাতক হায়েনার বুলেট!

সাত মার্চের সেই ভাষন আর তর্জনীর
মালিক অন্য কেউ হতে পারতো,
অন্য কোন নেতা থাকতে পারতো
না,অন্য কেউ সে যোগ্যতায় আসনি
এই বাংলায়,এসেছে নেমক হারাম,
বেইমান কালে কালে!
তুমিই বাংলার মহানায়ক
বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ।

যতদিন রবে এই পৃথিবী,
যতদিন রবে এই বাংলাদেশ;
ইতিহাসে উজ্জ্বল সোনার অক্ষরে
লেখা রবে তোমার নাম
বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।