সমাজ বদলে দিতে চাই
মতিলাল দাস

লিখবো বলে তুলেছি কলম হাতে
সমাজ দেশ আর অন্ধকারে হারিয়ে যাওয়া রাতে।
বদলে দিতে চাই মানুষের কঠোর মৌনতা
পূর্ণ করে দিতে চাই না পাওয়ার শূন্যতা।
গল্প প্রবন্ধ কবিতা, ছড়িয়ে দেবো
বিনিময় চাইনা কিছু আমি কিছুই না নেব।
অমানবিকতার দেয়াল ভেঙে দিতে চাই
সমাজে মানবতা ছাড়া শান্তির উপায় নাই।
নিজের মাঝেই নিজেকে বন্দী রাখবেনা কেহ
হিংসা বিদ্বেষ ভুলে মানবতার দলে আসবে আত্মাসহ।
লোক দেখানো নয় কোন কাজে
থাকবেনা অন্যায় অবিচার সমাজ মাঝে।
বদলে দিতে চাই রহস্য নিয়ম কানুন
আপনি তারা সে মানবে সঠিক নিয়ম মানুন।
থাকবেনা অবহেলা একে অন্যের প্রতি
সমাজে সবাই ভাই বন্ধু স্বজন,
করবেনা কেউ কারো ক্ষতি।
গরীব ধনী থাকবেনা ব্যবধান
বিশুদ্ধ মানবতায় সব সমাধান।
লিখবো বলে তুলেছি কলম হাতে
উঠবেনা কেউ নষ্টামিতে মেতে।
শহর নগর গ্রাম থাকবে মানবতা
মা সে একার নয় সব সন্তানের করবে মমতা।
আদর্শ সুন্দর সমাজ হবে
সমাজে থাকবেনা কষ্ট,সব হারিয়ে যাবে।
আনন্দ হাসি উল্লাসে সমাজ পরিবর্তন
সত্যের আলোয় নষ্ট সমাজ হবে মার্জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।