সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কম্পিটেন্সি বেজড আইটেম ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড টেস্ট এডমিনিস্ট্রেশন বিষয়ক প্রশিক্ষণ প্রাথমিকের সমাপনী পরীক্ষার আগে শেষ করতে হবে।

গতকাল রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি এর আওতায় ২০১৯-২০ অর্থবছরে উপজেলা/থানা রিসার্চ সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দিনব্যাপী কম্পিটেন্সি বেজড আইটেম ডেভেলপমেন্ট, মার্কেটিং এন্ড টেস্ট এডমিনিস্ট্রেশন বিষয়ক প্রশিক্ষণ আগামী ২৯ অক্টোবর থেকে শুরু করতে হবে এবং প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর আগে শেষ করতে হবে।

এতে আরো জানানো হয়েছে, বাজেট বিভাজন অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। কোনো বিদ্যালয় থেকে একই সাথে একই ব্যাচে একাধিক শিক্ষককে মনোয়ন দেয়া যাবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।