বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের নেতারা বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে দেশে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূর করতে শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের কোন বিকল্প নেই। তাই পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণের দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার রাজধানীর ঢাকা গোল্ডেন কলেজে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশে অধ্যক্ষ পরিষদের (বিপিসি) যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ দাবি জানান দুই সংগঠনের নেতারা।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে দেশে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূর করতে শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের কোন বিকল্প নেই। তাই, পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুনুর রশীদ পাঠান, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ মুজিবর রহমান হাওলাদার, অধ্যক্ষ আনোয়ার হোসেন, ড. এ কে এম আবদুল্লাহ, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক জহির উদ্দিন আজম, সৈয়দ ইউসুফ সুমন, অধ্যাপক হোসনে জাহান, অধ্যক্ষ মোনায়েম, মোহাম্মদ বকুল ইমাম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।