সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদলে মাদ্রাসার প্রাথমিক স্তরের ছাত্রীদের কল্যাণে হলদে পাখির ঝাঁক গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনয়ীয় ব্যবস্থা নিতে মাদ্রাসা প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। মাদ্রাসা অধিদপ্তর সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

হলদে পাখির ঝাঁক গঠনের মাধ্যমে ছাত্রীদের নিয়ম-শৃঙ্খলা, সময়ানুবর্তীতা ও শিশুকাল থেকেই গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠবে। ছাত্রীদের বয়সভিত্তিক একে অপরের সাহায্যে দেশে-বিদেশে গার্ল গাইডদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে।

সূত্র জানায়, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মূলত মেয়েদের বয়সের ভিত্তিতে চারটি শাখায় বিন্যাস করে থাকে। এর মধ্যে হলদে পাখি (৬-১০ বছর), যার মূলমন্ত্র সাহায্য করা; গার্লস গাইড (১০-১৬ বছর), যার মূলমন্ত্র সদা প্রস্তুত থাকা; রেঞ্জার (১৬-২৪ বছর), যার মূলমন্ত্র সমাজসেবা; যুবনেত্রী গাইড (২৪-৩০ বছর), যার মূলমন্ত্র সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা এবং ধর্মের একনিষ্ঠ অনুসরণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।