কুমিল্লা সংবাদদাতা; জেলার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওসি বখতিয়ার নিজেই এ তথ্য জানিয়ে বলেন, তার নমুনা পরীক্ষার প্রতিবেদন পজেটিভ এসেছে জানার পরই তিনি হোম কোয়ারেন্টিনে চলে গেছেন।

এদিকে, উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন পাঁচজন। এ নিয়ে নাঙ্গলকোটে মোট ৮৯ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের এবং সুস্থ হয়েছেন ৫৩ জন।

নতুন আক্রান্তদের বাড়ি বুধবার (১৭ জুন) বিকালে উপজেলা প্রশাসন লকডাউন করেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব।

জানা যায়, নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীরর ব্যক্তিগত কর্মচারী মিলন নামে এক যুবকের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত ১০ জুন মিলনের করোনা পজেটিভ রিপোর্ট আসলে সাস্থ্য বিভাগের পরামর্শে ওসির পরিবারের সকল সদস্য ও মিলনের সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার ওসির পরিবার ও পুলিশ সদস্যদের রিপোর্টে তিনি ও তার স্ত্রীর করোনা পজেটিভ রিপোর্ট আসে।

নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব বলেন, এ পর্যন্ত উপজেলায় ৮ শত ৪৩ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত ৭ শত ৯২ জনের করোনা রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট বাকি রয়েছে ৫১ জনের। এ পর্যন্ত উপজেলায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮   হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।

আমাদের বাণী ডট কম/১৭  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।