নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা;  জেলার  পুরো সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ রবিবার (২২ মার্চ ২০২০) বিকেলে এই লকডাউন ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নবী নেওয়াজ।

খোঁজ নিয়ে জানা গেছে,  করোনা সংক্রমণ নিয়ে সাদুল্লাপুরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন দুই যুক্তরাষ্ট্র প্রবাসী। প্রথমে বিষয়টি কেউ না জানলেও পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এর পরই পুরো উপজেলা লকডাউন ঘোষণা করল প্রশাসন। রোববার (২২ মার্চ) বিকেলে।

এর আগে মাদারীপুরের শিবচর উপজেলা ও রাজধানীর মিরপুরের একটি ভবন লক ডাউন ঘোষণা করে প্রশাসন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা আরও তিন জন বেড়ে মোট সংখ্যায় দাড়িয়েছে ২৭ জনে।  এদের মধ্যে সুস্থ্য হয়েছে পাঁচ জন ও মারা গেছে ২ জন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে করোনা রোগী ২০ জন। আজ রবিবার (২২ মার্চ ২০২০) বিকালে করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফ্লোরা জানান, দেশে এখন পর্যন্ত ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছে ৪০ জন।

আমাদের বাণী ডট কম/২২ মার্চ ২০২০/টিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।