মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) সংবাদদাতা; জেলার একে খানে অবস্থিত আল আমিন হাসপাতালে কর্ণদার ডঃমেসবাহ উদ্দিন তুহিন। তিনি পেশায় একজন ডাক্তর।দেশের এই মহামরীতে যখন ডাক্তারা। সবচেয়ে বেশি ঝুঁকিতে তাই সেবা দিতে অনিহা প্রকাশ করছে,ঠিক তখনি তিনি জনসাধারণের জন্য সেবা দিয়ে যাচ্ছেন।
শুধু তা নয় তিনি গ্রাম হতে তরতাজা সবজি পাইকারি দামে কিনে তা পৌঁছিয়ে দিচেছন নিম্ন-মধ্যবিত্ত দের হাতের লাগালে সে জন্য “ফুডব্যংক” নামে ট্র্যাকে করে পুরো চট্রগ্রামে বিভিন্ন পাড়া মহল্লাতে যাচেছন।
তুষার আহাম্মেদ জানান, তিনি আজকে ৪র্থ দিনের মতো ‘করোনা ফুড ব্যাংকের’ ন্যায্য মুল্যে সবজি বিক্রয় শেষ করল।রোজা রেখে সেই সকাল ১০টার পর থেকে ইফতার পর্যন্ত টানা কাজ করে গেছেন আমাদের টিমের তুষার আহাম্মেদ, ফয়সাল ইমাম,মোঃ ইরফান উদ্দিন চৌধুরী,নিজাম উদ্দীন নিহাত,জালাল উদ্দীন মোহাম্মদ জুবায়ের,জামিউল ইসলাম মামুন,তানভীর আহমদ সিদ্দিকী, ইমাম বাসেত চৌধুরী,রিজওয়ান রিজভী,ইরফানুল হক চৌধুরী,রুবায়েত আজিম চৌধুরী ভাইয়েরা ।আমাদের গাড়ির ড্রাইভার সাহেবও আমাদের সাথে যোগ দেওয়ার লোভ সামলাতে পারেননি।কাট্টলী এলাকার সব জায়গায় যাতে সুষম ভাবে বিক্রয় করা হয়,সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের আজকের কার্যক্রম পরিচালনা করেছি। হয়তো সময় সল্পতার কারণে ২-১ টা জায়গা বাদ গিয়েছে। আমরা আমাদের পরবর্তী কার্যদিবসে সেগুলোকে প্রাধান্য দিবো।
আর এ সম্পুর্ন কর্মযজ্ঞের রূপকার লায়ন ডা: মেহবাহ উদ্দিন তুহিন ,আজকে সশরীরে উপস্থিত থেকে আমাদের মনোবল চাঙ্গা রেখেছেন। ভালোবাসা রইলো স্যারের জন্য।এবার আসি আমাদের দামের ব্যপারে, আমরা কৃষকদের কাছ থেকে যে দামে কিনছি, সে দামেই আপনাদের কাছে বিক্রি করছি। অনেক সময় ক্রয় মুল্যের চেয়ে কম দামে আমরা সরবরাহ করছি। আমাদের গাড়িভাড়া ও আনুষাঙ্গিক খরচ মিলিয়ে আমরা প্রতি কার্যদিবসেই লোকসানের সাথে এ সেবা দিয়ে যাচ্ছি। এতে আমাদের কোনো অর্থনৈতিক বা ব্যক্তিগত কোনো স্বার্থই নেই। আপনাদের সন্তুষ্টি এবং দোয়াই আমাদের শক্তি।ধন্যবাদ।এই সব বীরদের  শ্রদ্ধা আর ভালবাসা।
আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।