সুনামগঞ্জ সংবাদদাতা; জেলায় করোনামুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। আজ জেলায় ৮ পুলিশ সদস্য সহ এপর্যন্ত ২১ জন পুলিশ সদস্য করোনা মুক্ত হয়েছেন।

আজ সোমবার (১৫ জুন ২০২০) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ওয়েজখালী পুলিশ লাইন চত্বরে করোনামুক্ত পুলিশ সদস্যদের হাতে ফুল দিয়ে তাদের বরণ করে নেন তিনি।

যারা করোনামুক্ত হয়েছেন তারা হলেন: পুলিশ সদস্য ফয়ছল আহমেদ, জাহাঙ্গীর হোসেন, শরীফ হাসান, শিহাব উদ্দিন, সুজিত কান্তি দাস, রিপন বিশ্বাস, সাব্বির আহমদ, শাহ আলম, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, মেস বয় নুরুল ইসলাম, এক পুলিশ সদস্যের সন্তান আলী আরমান সাফি, আব্দুল্লাহ আল রাফি। এসআই শাহিন আহমদ ও আবুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ জেলা পুলিশেরে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিভিন্ন সময় পেশাগত দায়িত্বপালন কালে সুনামগঞ্জ জেলা পুলিশের ৩৩ জন সদস্য আক্রান্ত হন। এর আগে আক্রান্তদের মধ্যে ১৩ জন করোনামুক্ত হন। দ্বিতীয় দফায় দ্বিতীয়বারের নমুনা পরীক্ষায় ৮ পুলিশ সদস্যের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ২১ জন সুস্থ হন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।