শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা সংবাদদাতা; জেলার  শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে সুন্দরবনের  ১০ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করেছে বনরক্ষীরা।

গতকাল বৃহস্পতিবার রাতে ওই গ্রামের হাবিব হাওলাদারের বাড়ি থেকে এ মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবনের বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা স্টেশনের বনরক্ষীরা সোনাতলা গ্রামে তল্লাশি চালায়। একপর্যায়ে ওই গ্রামের হাবিব হাওলাদারের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাংস কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও স্থানীয়দের উপস্থিতিতে বন বিভাগের ভোলা টহল ফাঁড়ি সংলগ্ন  এলাকায়  মাটিচাপা দেয়া হয়েছে। এ ব্যাপারে  অজ্ঞাতদের আসামি  করে বন আইনে মামলা করা  হবে বলেও জানান ওই কর্মকর্তা।

আমাদের বাণী ডট কম/১৯   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।