আমাদের বাণী ডেস্ক; আদালতের নিষেধাজ্ঞা থাকায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও যোগদান করতে পারছেন না্ দেশের ৪১ জেলার প্রায় ১৪ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এদিকে তাদের যোগদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী মার্চের মধ্যে তাদের যোগদান নিশ্চিত করার চেষ্টা চলছে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২০) এ তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।

মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, আগামী মার্চের মধ্যে ৪১ জেলায় চূড়ান্তভাবে পাস করা প্রাথমিক সহকারী শিক্ষকদের যোগদান নিশ্চিত করার চেষ্টা চলছে। আদালতে চলা নিয়োগের রিট নিষ্পত্তি করে দেশের সব জেলায় নিয়োগ ও পদায়ন সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, ‘নীতিমালা অনুযায়ী প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি, তাদের মধ্যে একশ্রেণির প্রার্থী আদালতে গিয়ে মামলা করেছে। তার প্রেক্ষাপটে আদালত থেকে ৪১ জেলার নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ দেয়া হয়েছে।’

গণশিক্ষা মন্ত্রণালয়ের এই সচিব বলেন, ‘আমরা শক্ত হাতে সব মামলা মোকাবিলা করছি। আমাদের আইনজীবীরা প্রমাণ আদালতে দাখিল করেছেন। এ কারণে নতুন করে আর কোনো জেলায় এ নিয়োগ-সংক্রান্ত মামলা গ্রহণ করা হচ্ছে না। ইতিমধ্যে কয়েকটি জেলায় স্থগিতাদেশ বাতিল হওয়ার অপেক্ষায়। যেসব জেলায় স্থগিতাদেশ বাতিল করা হবে সেখানে যোগদান ও পদায়ন কার্যক্রম সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে।’

নিয়োগ-সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ‘নিয়োগ-সংক্রান্ত বিষয়ে ৪১ জেলায় মামলা হওয়ায় সেসব জেলায় যোগদান ও পদায়ন স্থগিত রাখা হয়েছে। বাকি ২০ জেলায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা পাঠদান শুরু করেছেন।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে আদালত থেকে বিভিন্ন জেলার স্থগিতাদেশ প্রত্যাহার হচ্ছে। যেখানে এ স্থগিতাদেশ প্রত্যাহার হবে, সেখানে নিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে। তবে অপেক্ষমাণ প্রার্থীরা যেদিন যোগদান করবেন, সেদিন থেকে তাদের বেতন-ভাতা সুবিধা নির্ধারণ করা হবে। আদালতের নির্দেশনার কারণে এটি অনুসরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে সব জেলার স্থগিতাদেশ প্রত্যাহার হবে। মার্চ মাসের মধ্যে সকলকে নিয়োগ ও পদায়ন করে চলমান শিক্ষকদের বদলি এবং নতুন নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।’

আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/পিপিএম 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।