সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে পিরোজপুরে প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছে । সহকারী শিক্ষকদের সংগঠন সহ মোট ১২টি সংগঠন এ দাবির প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ হয়েছে ।মানববন্ধনে শিক্ষকরা সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন।

বৃহস্পতিবার বিকাল তিনটায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর জেলা কমিটির সভাপতি এবিএম আবদুল বাতেন জমাদ্দার । সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত রায় , সহকারী শিক্ষক সমাজ পিরোজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: কাইয়ুম হাসান সোহেল, প্রধান শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পিনাক মোহন্ত, প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির, শিক্ষক নেতা সরদার হুমায়ুন কবির, লিটন কৃষ্ণ কর , মো: নাসির উদ্দিন হাওলাদার, রিপন মোল্লা, রমিদ ডাকুয়া প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অর্থমন্ত্রণালয় নাকচ করার প্রতিবাদে সারাদেশে শিক্ষকরা আজ মানববন্ধন রচনা করে ।

মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এক দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয়ের নিকট হস্তান্তর করা হয় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।