অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে ১০ শতাংশ চাঁদা কর্তন বন্ধ, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ ঈদ বোনাস দেয়াসহ মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে আগামীকাল বুধবার (২৪ জুলাই) প্রতিটি জেলা শহরে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতীকী অনশন’ পালন করবেন শিক্ষকরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে কর্মসূচি পালন করা হবে। বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওছার আলী শেখ  এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া একই দাবিতে আগামী ২৮ জুলাই (রোববার) সকালে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অফিস ঘেরাও করবেন বলেও জানিয়েছেন বিটিএ নেতারা।

কাওছার আলী শেখ দৈনিকশিক্ষা ডটকমকে জানান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে ১০ শতাংশ চাঁদা কর্তন বন্ধ, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ ঈদ বোনাস দেয়াসহ মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে আগামীকাল বুধবার (২৪ জুলাই) জেলা শহরে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন পালন করবেন বিটিএ নেতারা। একই দাবিতে আগামী ২৮ জুলাই (রোববার) সকালে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অফিস ঘেরাও করা হবে। এরপরেও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বিটিএ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।