Shadow

করোনায় এবার প্রাণ গেল অতিরিক্ত সচিবের

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

নিজস্ব সংবাদদাতা, ঢাকা; বাংলাদেশে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণ ঘাতি করোনা। আক্রান্ত যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার করোনা প্রাণ কেড়ে নিল অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) এর।

কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯)
কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯)

আজ শুক্রবার (২২ মে ২০২০) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

জানা গেছে, কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র ও  অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ। শোকবার্তায় জানানো হয়, কৃষিবিদ তৌফিকুল আলম নোটিশ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। ফলে করোনায় মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে আটজন ও হাসপাতালে আনার পথে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন। তাদের বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ দুইজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।

  সরকারি ত্রাণ ও চাল আত্মসাৎ: নতুন ৩ জনসহ মোট ৫৫ জনপ্রতিনিধি বরখাস্ত

আমাদের বাণী ডট/২২ মে ২০২০/পিবিএ 

শেয়ার করুনঃ
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •