নিরাপদ সড়ক কি শুধুই স্বপ্ন!
জাহাঙ্গীর বাবু
আর কত প্রাণের অবাসানে ক্ষান্ত হবে
রাজপথ! আর কত জীবন নিয়ে শান্ত হবে
উত্তপ্ত ড্রাইভারের মগজ!
নিরাপদ সড়ক চাই আন্দোলনের দাবীতে
যে নেমেছিলো রাজপথে,সেও চলে গেলো
পরপারে,ঘাতক বাসের চাকায় পিষ্ট হয়ে !
ইট পাথরের রাস্তায় পিচ নেই
আছে রক্ত আর শোকের অস্ত্রু জল;
ঘাতকেরা আর কতো রক্ত চাই তোদের, বলরে ওরে বল?
অপরিকল্পিত রাস্তা, রুগ্ন,ভগ্ন সিগনালিং
সিস্টেম,নিরুপায়,অসহায় সিগিন্যাল হাত
নাড়ে ট্রাফিক,অধৈর্য্য চালক পথচারী!
রাস্তার তথাকথিত যথেচ্ছা উন্নয়নে
খোড়াখুড়ি,রাস্তায় স্বেচ্ছাচারী পার্কিং,
যেখানে সেখানে চেকিং এর নামে জ্যাম
সৃষ্টি, প্রশাসনের ক্ষমতায়,ব্যাক্তির
ক্ষমতায় উল্টাপথে গাড়ি,টোল বক্সের
ধীর গতি রাস্তা দখল করে বাজার!
জেব্রা ক্রসিং,ফুট ওয়্যার ব্রীজ রেখে রাস্তা
পারাপার, যাত্রী উঠানো,অসম প্রতিযোগীতা,
ফিটনেস বিহীন গাড়ি, বাস মালিকরা
ক্ষমতাধর,রচিত হচ্ছে নিত্য কবর!
প্রস্তুত থাকো,আসছে তোমার পালা,
আসছে আমার পালা,ফেসবুক, পত্রিকা
স্যাটেলাইট টিভি মিডিয়া, এখন শুধু
মৃত্যু,খুনের খবর,আর কত লাশ হলে
শেষ হবে জ্যান্ত কবর!
রাজপথ এখন কারবালা ময়দান
ঘাতক অদক্ষ গাড়ি চালক,হেলপার
সকলেই খুনী এজিদ শয়তান!
আর কতো হবে স্লোগান,মিছিল,প্রতিবাদ
আন্দোলন! নিরাপদ সড়ক কি শুধুই স্বপ্ন,
কিছুটা উন্নতি কি আশা করতে পারিনা!
নিরাপদ সড়ক কি শুধু ব্যানার,পোষ্টার,
ভাষন,মিডিয়ার সংবাদ টকশো
গল্প কথার টাইমপাস বিজ্ঞাপন!
আর কত প্রাণের অবাসানে ক্ষান্ত হবে
রাজপথ! আর কত জীবন নিয়ে শান্ত হবে
উত্তপ্ত ড্রাইভারের মগজ!
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]