পাবনার বেড়ায় অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় উপজেলার তিনটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আর্থিক জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার আরাবিয়া জেনারেল হাসপাতাল, মেডিসিটি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এবং চৌধুরি ক্লিনিকের ফায়ার সেফটি এবং ফায়ার লাইসেন্স পরীক্ষা করা হয়। অভিযানে আরাবিয়া জেনারেল হাসপাতালের কাছে ফায়ার সেফটি এবং ফায়ার লাইসেন্স না পাওয়ার জন্য ১৫ হাজার টাকা, মেডিসিটি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের কাছে ফায়ার লাইসেন্স না পাওয়ার জন্য ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চৌধুরি ক্লিনিকে ফায়ার সেফটি এবং লাইসেন্স থাকলেও আবাসিক ডাক্তার হিসেবে নিয়োগপ্রাপ্ত ডাঃ রাকিব উদ্দিন পূর্ণাঙ্গ সনদ দেখাতে না পারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানের সময় বেড়া এবং পাবনা জেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের বাণী-আ.আ.হ/মৃধা
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]