তুমি যে বঙ্গবন্ধু

মোঃ জসিম উদ্দীন

আমি বুঝিনি সেদিন,
ভোরের পাখিরা কেন এতো ডাকাকাকি করে
আবেগে গাঙচিল কেন জড়িয়ে সবার ধরে।
মৌমাছির চাকে কেন এতো সরিষার মধু গেল
গাভীর বানে কেন এতো দুখ নেমে এলো।
আমি বুঝিনি সেদিন,
সূর্য হঠাৎ কেন এতো রক্তিম লাল হলো
পূণিমার মতো কেন চাঁদে আলো ছলো-ছলো।
তারাগুলো কেন জানি সারা রাত জেগে ছিল
ঝিঁঝিঁ পোকারা কেন ভিন্ন সুরে ডাক দিল।
আমি বুঝিনি সেদিন,
বাগানের ফুল কেন  সবগুলো ফুটে গেল
প্রকৃতি বধু কেন এতো নবরুপে সাজ পেল।
হাসনা হেনায় কেন এতো গন্ধ নিশিতে ছড়াল
গন্ধের মালা কেন বকুল সবারে যে পড়াল।
আমি বুঝিনি সেদিন,
কৃষকের মুখে কেন হঠাৎ হাসি ফুটে গেল
কৃষানীর গাল কেন মিষ্টি লালের আভা পেল।
ফিসফিস কানে-কানে বলাবলি কি করে
গাঁয়ের বধুরা কেন একে অন্যের জড়িয়ে ধরে।
আমি বুঝিনি সেদিন,
বায়ু শিতল হয়ে কেন এতো শনশন করে
মেঘগুলো কেন এতো নিচে নেমে ছায়া ধরে।
ফসলের খেত কেন বাম্পার ফলন দিল
উরবর শক্তি মাটির কোথায় যে পড়ে ছিল।
আমি বুঝিনি সেদিন,
কুমোরের চাকা কেন এতো ঘুরে ছিল পাকে
গাঙ ভরা নাও কেন পাল তুলে সারি হাঁকে।
মাঝি-মাল্লায় কেন ভাটিয়ালি গান গায়
বাইজের নাও কেন এতো ছলাত-ছলাত যায়।
আমি বুঝেছি এ-দিন,
ফুটেছে জ্ঞান আমার আজ ধারণা নয় একান্ত
সেদিন তোমার জন্মদিন নেতা হ্নদয় বড় প্রশান্ত।
সতরোই মার্চ কেন এক ঐতিহাসিক দিন
জাতীয় শিশু দিবস কৃতজ্ঞে না শোধে ঋণ।
আমি বুঝেছি এ-দিন,
লুৎফর রহমান শেখ পিতৃকুল হলো ধন্য
ফজিলাতুল নেসার মাতৃত্ব বড় অনন্য।
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি জন্মে বাংলার জন্ম তুমি রও চির বহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।